-
এরপর মার্কেটটা আপনার পজিশনে আছে কিনা, ট্রেড নেওয়া যাবে কিনা সেটা ভালভাবে যাচাই করতে হবে । এরপর আপনি মার্কেটটাকে আরেকটু ভালভাবে এনালাইসিস করে যদি শিওর হন, যদি সবকিছু আপনার এনালাইসিস অনুযায়ী মিলে যায় তখন আপনি একটা ট্রেডে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন ।বিভিন্ন বিষয় পর্যালচনা ট্রেডটি সফল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া। কারন একটি সুষ্ঠ পরিকল্পনাই পারে ট্রেডের শতভাগ সফলতা নিশ্চিত করতে। অর্থাৎ ট্রেড করার পুর্বে চিন্তাভাবনা করা লট সাইজ কত হবে, মুনাফা, ঝুঁকি, মূলধন, লিভারেজ এবং কত সময়ের জন্য ট্রেডটি ওপেন করা হবে ইত্যাদি।
-
প্রথমে দরকার পরিকল্পনা করা। পরিকল্পনা অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তবে সাফল্য আসবেই । আর যদি এলোমেলো ট্রেড করেন তবে আপনি অবশ্যই লস করবেন। তাই কোন কাজ করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করুন আর ট্রেড করার আগে নিজের প্লান অনুযায়ী লক্ষ্য ঠিক করুন। কারন আপনার লক্ষ্য ঠিক না থাকলে আপনার সাফল্য অম্ভব নয়। তাই একটি ধারাবারিক প্লান করুন আর তার বাস্তবায়ন করার চেষ্টা করুন।
-
সুন্দরভাবে একটা ফ্রেস মাইন্ড নিয়ে ঠান্ডা মাথায় বেশ ভালভাবে আগে মার্কেটটা এনালাইসিস করতে হবে । ঠিক এরপর মার্কেটটা আপনার পজিশনে আছে কিনা, ট্রেড নেওয়া যাবে কিনা সেটা ভালভাবে যাচাই করতে হবে । এরপর আপনি মার্কেটটাকে আরেকটু ভালভাবে এনালাইসিস করে যদি শিওর হন, যদি সবকিছু আপনার এনালাইসিস অনুযায়ী মিলে যায় তখন আপনি একটা ট্রেডে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন । আর এভাবেই একটি সুন্দর ট্রেডিং প্লান করা যায় ।ফরেক্স মার্কেটে আপনি আগে থেকেই ট্রেডিং প্ল্যাল করবেন সেটা কোন কাজে আসবে না। হ্যা আপনি আগে থেকে মার্কেট অ্যানালাইসিস করে রাখতে পারেন, তবে আপনার প্ল্যান ক্রিয়েট হবে তখন যখন আপনি ট্রেডিং এর জন্য মার্কেটে এন্ট্রি করবেন এবং মার্কেটে সিচুয়েশ্যন অনুযায়ী তাৎ*ক্ষণিকভাবে আপনার প্রফিট নিয়ে এবং কোন জায়গায় কুইট করবেন সেটা আপনাকে বুঝতে হবে। আর এভাবেই একটি সুন্দর ট্রেডিং প্ল্যান বা পরিকল্পনা করা যায়।
-
পরিকল্পনা নিয়ে কাজ করি, তা হলে খুব সফল ভাবে তা থেকে লাভ করতে পারব এবং তাতে আমাদের সতর্ক থাকা উচিত এবং তাতে খুব ভাল ভাবে ব্যবসা করা উচিত । আমরা এখনও মুনাফা করতে পারি এবং এর মধ্যে সবসময় ধৈর্য ধরতে পারব এবং আমরা এতে সফল হতে পারি এবং ব্যবসা করার সময় বাজার ভালো করে দেখে বাণিজ্য খোলা জরুরি ।সুন্দর এবং সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয় । ফরেক্স মার্কেট ও তার বিপরীত কিছু নয় । ফরেক্স মার্কেটে ট্রেড করে ভালো অর্থ উপার্জন করতে হলে অবশ্যই আমাদের সেই বিষয়ের উপর সুন্দর এবং সুষ্ঠু পরিকল্পনা তৈরী করতে হবে । কোনো পেয়ারে ট্রেড ওপেন করার পূর্বে সেই পেয়ার ভালো করে এনালাইসিস করে নিতে হবে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড ওপেন করতে হবে । প্রত্যেক কাজের সফলতার মূল হল একটি ভালো প্ল্যানিং । ফরেক্স মার্কেটে ও যারা ভালো ট্রেডার তাদের রয়েছে একটি সুন্দর ট্রেডিং প্ল্যন । প্রতিটি কাজ পরিকল্পনা মত এগোলে ভাল ফলাফল আসতে খুব বেশী দেরী হবে না। তাই আমি মনে করি ফরেক্স এ ও একটা ভালো সুন্দর ট্রেডিং প্ল্যান দরকার।
-
সুন্দর একটি ট্রেড প্লানিং করতে হলে প্রথমেই আপনাকে বিভিন্ন রকম ট্রেড প্ল্যান সম্পর্কে পড়াশুনা এবং গবেষণা করতে হবে।তারপর সেসব প্লান থেকে যেটা ভাল লাগে তার উপর নিজের মত করে ট্রেডিং প্লান করতে হবে আপনি নিজের মত করে বা নিজের সুবিধামত সংযোজন এবং বিয়োজন করে নিতে পারেন।প্রতিটি কাজ সফলভাবে পরিচালোনা ও কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য পূর্ব পরিকল্পনা থাকতে হবে।ঠিক ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড সফলভাবে পরিচালোনা করার জন্য একটি সুন্দর প্ল্যানিং করতে হয়।ট্রেডিং প্ল্যান ছারা ফরেক্স মার্কেটে সফলতা লাভ করা খু কঠিন হয়ে দারায়।তাই ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে ঐ ট্রেডটি আপনার পক্ষে না বিপক্ষে যাবে এ বিষয়ে সঠিকভাবে বিশ্লেষণ করা,ট্রেডটি আপনার পক্ষে বা বিপক্ষে গেলে কত টাকা লাভ লস হবে এবং ট্রেডটি যুক্তি সংগত কিনা তা বিশ্লেষণ করে দেখতে হবে।এভাবে ট্রেডিং প্ল্যান করে ট্রেড করতে হবে।
-
পরিকল্পনা নিয়ে কাজ করি, তা হলে খুব সফল ভাবে তা থেকে লাভ করতে পারব এবং তাতে আমাদের সতর্ক থাকা উচিত এবং তাতে খুব ভাল ভাবে ব্যবসা করা উচিত । আমরা এখনও মুনাফা করতে পারি এবং এর মধ্যে সবসময় ধৈর্য ধরতে পারব এবং আমরা এতে সফল হতে পারি এবং ব্যবসা করার সময় বাজার ভালো করে দেখে বাণিজ্য খোলা জরুরি ।সুন্দর এবং সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয় । ফরেক্স মার্কেট ও তার বিপরীত কিছু নয় । ফরেক্স মার্কেটে ট্রেড করে ভালো অর্থ উপার্জন করতে হলে অবশ্যই আমাদের সেই বিষয়ের উপর সুন্দর এবং সুষ্ঠু পরিকল্পনা তৈরী করতে হবে । কোনো পেয়ারে ট্রেড ওপেন করার পূর্বে সেই পেয়ার ভালো করে এনালাইসিস করে নিতে হবে এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড ওপেন করতে হবে ।
-
সুন্দরভাবে একটা ফ্রেস মাইন্ড নিয়ে ঠান্ডা মাথায় বেশ ভালভাবে আগে মার্কেটটা এনালাইসিস করতে হবে । ঠিক এরপর মার্কেটটা আপনার পজিশনে আছে কিনা, ট্রেড নেওয়া যাবে কিনা সেটা ভালভাবে যাচাই করতে হবে । এরপর আপনি মার্কেটটাকে আরেকটু ভালভাবে এনালাইসিস করে যদি শিওর হন, যদি সবকিছু আপনার এনালাইসিস অনুযায়ী মিলে যায় তখন আপনি একটা ট্রেডে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন । আর এভাবেই একটি সুন্দর ট্রেডিং প্লান করা যায় ।ফরেক্স মার্কেটে আপনি আগে থেকেই ট্রেডিং প্ল্যাল করবেন সেটা কোন কাজে আসবে না। হ্যা আপনি আগে থেকে মার্কেট অ্যানালাইসিস করে রাখতে পারেন, তবে আপনার প্ল্যান ক্রিয়েট হবে তখন যখন আপনি ট্রেডিং এর জন্য মার্কেটে এন্ট্রি করবেন এবং মার্কেটে সিচুয়েশ্যন অনুযায়ী তাৎ*ক্ষণিকভাবে আপনার প্রফিট নিয়ে এবং কোন জায়গায় কুইট করবেন সেটা আপনাকে বুঝতে হবে। আর এভাবেই একটি সুন্দর ট্রেডিং প্ল্যান বা পরিকল্পনা করা যায়।