-
আসলে ভাই আপনার প্রশ্ন টি সম্পূর্ণ পরিষ্কার নয়।তারপর ও যেটুকু বুঝতে পেরেছি,তা হলো আপনি হয়তো বুঝাতে চেয়েছেন, যে আপনি ফোরাম পোস্টিং এর মাধ্যমে 140 ডলার পেয়েছেন। এবং আপনি কোন উইথড্র দেন নাই।আসলে ফোরাম পোস্টিং এর বোনাস সরাসরি উইথড্র দেয়া যায় না। কিন্তু তারপরও আপনার একাউন্টে ট্রেডিং লসের কারনে ক্যাপিটাল কমে যাচ্ছে।ক্যাপিটাল তো কমবেই কারণ আপনি যদি ট্রেডিং করে লস করে থাকেন, যেই পরিমান লস করবেন,আপনার অ্যাকাউন্ট থেকে সেই পরিমান ডলার কমে যাবে।আর হ্যাঁ ফোরাম কখনোই আপনার ক্যাপিটাল কেটে নেয় না।এটা আপনি ট্রেডিং এর মাধ্যমে লস করে থাকলেই, কেবল মাত্র একাউন্ট থেকে কেটে নেয়া হয়।
-
জী না ভাই ফোরাম বোনাস একাউন্ট দিয়ে কমে যাই না এই টা আপনার ভুল ধারনা,আপনি যদি লস না করে থাকেন আমার যানা মতে আপনার ডলার একাউন্ট এ থাকবে এই খান থেকে কমবে না,আমি নিজেও ফোরাম বোনাস দিয়ে ট্রেড করি,আমার ব্যালেন্স কখোনই কমে না যতখন না আমি লস করে থাকি।
-
মনে রাখতে হবে যে এখানে একটা সমস্য আছে আর তা হল পুরো ফোরাম পোস্টিং বোনাস খাটিয়ে শুধুমাত্র লভ্যাংশটা তুলতে পারবেন । আর লস হলে প্রথমে রিকভার করতে হবে । বোনাস একাউন্ট থেকে কমে যায় না।আপনি যদি ট্রেড করে লস করেন তাহলে তো আপনার একাউন্ট ব্যালেন্স কমে যাবে। তাই বুজতে হবে।