স্কেলপিং হচ্ছে শর্ট টার্ম টেডিং, মার্কেটে ট্রেন বুঝলে, স্কেল পিং করে সহজেই শর্ট টাইমে প্রফিট করা যায়।
ট্রেন্ড না বুঝে স্কেলিপিং ট্রেডিং করলে, লস হওয়ার সম্ভাবনা বেশি।
Printable View
স্কেলপিং হচ্ছে শর্ট টার্ম টেডিং, মার্কেটে ট্রেন বুঝলে, স্কেল পিং করে সহজেই শর্ট টাইমে প্রফিট করা যায়।
ট্রেন্ড না বুঝে স্কেলিপিং ট্রেডিং করলে, লস হওয়ার সম্ভাবনা বেশি।
অনেক সময় আমি লাভ করেছি। তবে বেশির ভাগ সময় আমি লস করেছি। তাই স্কালপিং এখন আমার আর ভালো লাগে না। আমি এখন লং ট্রেড করি। স্কালপিং সম্পর্কে ভালো ভাবে জানা না থাকলে এটা করা উচিৎ না। কারণ এতে লস হবার সম্ভবনা বেশি থাকে। বেশির ভাগ স্কেল্পাররা ৩ মিনিট থেকে ৪০ মিনিট এর টাইম ফ্রেম কে বেশী পছন্দ করে কারন এসব টাইম ফ্রেমে খুব সহজেই স্কাল্পিং করা যায় এবং ভাল প্রফিট নেওয়া যায় । আসলে স্কাল্পিং সিস্টেমের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অল্প পুঁজি দিয়ে অনেক মুনফা লাভ করতে পারবেন। স্ক্যাল্পিং অনেক জটিল একটি সমীকরন তাই একে না বুঝে নতুন ট্রেডাররা করা উচিত নয়।
ফরেক্স ব্যবসাটা এমন যাতে স্ক্যাল্পিং করে নাই এমন কোন ব্যক্তি নাই। আমি কোনো শর্ট টার্ম ট্রেডিং করিনা কারণ শর্ট টার্ম ট্রেডিং আমার কাসে অনেক বেসি ঝুকির মনে হয় কারণ অল্প টাইম এর মাঝে ট্রেড ওপেন করে কোনো কারণে ট্রেড সময় মত ক্লোস করতে না পারলে লস হতে পারে। স্ক্যাল্পিং খুবই রিস্কি একটা ট্রেডিং স্ট্রাটেজি । আমি যখন ফরেক্স মার্কেটে প্রথম ট্রেডিং শুরু করি তখন আমার এক পরিচিত ভাই আমাকে স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্রাটেজি দেখিয়ে দিয়েছিল এবং সেই থেকে আমি স্ক্যাল্পিং স্ট্রাটেজি ফলো করতাম । কিন্তু পরবর্তীতে অনেক বড় ধরনের লস খেয়েছি এই ট্রেডিং স্ট্রাটেজি ব্যবহার করি ।
এটা সত্যিই আমার সাথে ঘটেছে. এই কারণে আমি এখন স্কাল্পিং করি না। কিন্তু মাঝে মাঝে আমি হাই ইমপ্যাক্ট নিউজ ইভেন্টের ভিত্তিতে এটি খুলি।