ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে অবশ্যই একটি সূত্র জানতে হবে সেটা হলো মানিম্যানেজমেন্ট একমাত্র মানিম্যানেজমেন্ট পারবে আপনাকে ট্রেডিং এ বাচিয়ে রাখতে। যদি লাভবান ট্রেডার হতে চান তাহলে মানিম্যানেজমেন্ট আগে শিখতে হবে। আমাদের অনেক ট্রেডার আছেন যারা কিছুদিন হয়তো একটু লাভবান হলেন এবং তারপরই মানিম্যনেজমেন্ট ভূলে ট্রেড করা শুরু করেন যা কিনা একসময় লুজার ট্রেডার হিসাবে পরিনত হন। তাই আপনি যতই লাভ করেন না কেন মানিম্যানেজমেন্ট ভূল করবেন না তাহলে আপনি সব সময় লাভ করতে পারবেন। রিস্ক যতটা কম নেওয়া যায় ততই ভাল আর সব সময় মনে রাখবেন রিস্ক যতটুকু নিবেন লাভ অন্তত তার দুই গুন করতে হবে।