ফাণদামেন্টাল অথবা টেকনিক্যাল এনালাইসিস দুটো দেখেই ট্রেড করা যায় । কিন্তু আমি মনে করি ট্রেড করতে হলে এই দুটো জিনিসই ভালভাবে জানতে হবে । ফান্ডামেন্টালটি কোন দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সম্পৃর্ক্ত ,আর টেকনিক্যল এনালাইসিস টি চার্টের সাথে সম্পৃক্ত । এই দুটো বিষোয় ব্যবহার করে লস কতটূকু রোধ করা যায় ?