একটি দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সে দেশের মুদ্রার মান পরিবর্তন হয় । যে কোন দেশের অর্থনৈতিক,রাজনৈতিক , সামাজিক অবস্থার প্রেক্ষিতে সে দেশের কারেন্সীর পরিবর্তন হয় । ফান্ডামেন্টাল এনালাইসিসে অনেকগুলো বিষয় জড়িত যেমনঃ-ইন্টারেষ্ট রেইট,এমপ্লয়মেন্ট সিচুয়েশন,ট্রেড ব্যালেন্স,বাজেট ট্রেজারি বাজেট ইত্যাদি ।