টেকনিক্যাল অ্যানালাইসিস- EUR/USD পেয়ারের ইন্ট্রাডে লেভেল, ৮ই এপ্রিল-২০১৯


বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞ Arief Makmur (ইন্সটা ফরেক্স টিম)
আজকের EUR/USD পেয়ারের টেকনিক্যাল লেভেলঃ
​​ব্রেকআউট ​বাই ​​ ​লেভেল​- 1.1272​
স্ট্রং রেসিস্ট্যান্স​-​ ​1.1266​
অরিজিনাল রেসিস্ট্যান্স​-​​ 1.1255
ইনার সেল এরিয়া​-​ ​1.1244
টার্গেট ইনার এরিয়া​-​​ 1.1218
ইনার বাই এরিয়া​-​​ 1.1192
ওরিজিনাল সাপোর্ট​-​ ​1.1181
স্ট্রং সাপোর্ট​-​ ​1.1170
ব্রেকআউট সেল লেভেল​-​ ​1.1164​​

মন্তব্য: আজ ইউরোপিয়ান মার্কেটে ট্রেডিং শুরু হলে কিছু ইকোনোমিক নিউজ রিলিজ করবে। যেমন: সেন্টিক্স ইনভেস্ট কনফিডেন্স ও জার্মান ট্রেড ব্যালান্স। ​
এছাড়াও আমেরিকান মার্কেটে ট্রেডিং শুরু হলে ইকোনমিক ডাটা রিলিজ করবে। কিছু যেমন: ​ফ্যাক্টরি অর্ডারস এম/এম।
ফলে ফান্ডামেন্টাল বিশ্লেষন থেকে আশা করা যায় মার্কেটে EUR/USD পেয়ারটিতে মাঝাড়ি থেকে মাত্রার ভোলাটিলিটি থাকতে পারে।উচ্চ
আরো ফরেক্স বিশ্লেষন দেখুন: ​tiny.cc/hc9w4y