আমি জানি,লিভারেজ মানে হচ্ছে লোকাল স্টক মার্কেটে দেখি লিভারেজ নিলে তা মূল একাউন্টে যুক্ত হচ্ছে আবার তার থেকে সুদ ও কেটে নিচ্ছে । লিভারেজের কারনে আমি অনেক বেশি বাই/সেল করে উপার্জন করার সুযোগ পাচ্ছি এবং সে অনুযায়ী আবার সুদ ও দিচ্ছি । সুদ দেয়া ও নেয়া দু'টোই হারাম । তাহলে কি স্টক এক্সচেঞ্জের মতই ফরেক্স মার্কেটে লিভারেজ নিয়ে ট্রেড করা হারাম নয় ?