স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের উৎপাদন বন্ধ!
[IMG]https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/14666284_1137721832931904_210796803162983775_n.jpg ?oh=a43d8fe3c6886c1135bb069e124c05ff&oe=586CA303[/IMG]
স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের উৎপাদন বন্ধ করে দিয়েছে। একটি সূত্র জানায়, খারাপ ডিভাইস পরিবর্তন করে নতুন যে ডিভাইস দেওয়া হয়েছে সেটার মধ্যে আগুন লাগার কারনে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপি সবচেয়ে খারাপ প্রতিবেদন এর মুখোমুখি হয়।

শীর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সাংবাদ মাধ্যম অনুসারে গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের ক্রয়-বিক্রয় স্থগিত করা হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমানে এক যাত্রীকে পরিবর্তন করে দেওয়া ডিভাইসটি থেকে পুনরায় ধোঁয়া বের হওয়ার কারনে, স্বনামধন্য এই এয়ারলাইন্সে যাত্রীদের এই ফোন ব্যবহারের উপর নিষিদ্ধাজ্ঞা করা হয়েছে।

আরো সংবাদ এবং বিভিন্ন মুদ্রা-জোড়ায় প্রভাব দেখুনঃ https://www.instaforex.com/bd/prime_news