ট্রেডারদের দৃষ্টি ট্রেম্পের সম্মেলনের উপর থাকায় মেক্সিকান পেসো এর পতন, ডলার অপরিবর্তিত

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে আসন্ন প্রথম সংবাদ সম্মেলনের পূর্বে ট্রেডাররা সতর্ক অবস্থানে থাকায় মার্কিন ডলার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ফ্ল্যাট অবস্থানে রয়েছে, তবে মেক্সিকোর পেসো এর রেকর্ড পরিমাণ পতন হয়েছে। ট্রাম্প বাণিজ্য নীতি এবং চীনের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে কোন আক্রমনাত্মক সিদ্ধান্ত গ্রহণ করে আর্থিক বাজারেকে উপ্তপ্ত করবে কিনা এই নিয়ে বিনিয়োগকারীরা চিন্তিত।
৮ই নভেম্বর ট্রাম্পের বিস্ময়কর বিজয়ের পর থেকে ডলার সূচক চার শতাংশেরও বেশি বেড়েছে। কমোডিটি ফিউচারস ট্রেডিং এর তথ্য অনুযায়ী, ৩ জানুয়ারী সপ্তাহে শেষ স্পেকুলেটররা পরপর তিন সপ্তাহের মত ডলারের তাদের নেট লং পজিশন বৃদ্ধি করেছে। ট্রাম্পের মন্তব্যের পূর্বের অনিশ্চয়তা চুপ থাকা মুদ্রা জোড়াগুলোর ওঠানামা বাড়িয়ে দিতে পারে।
ডলার সূচক সর্বশেষ ০.০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০২.০১০ এ অবস্থান করে ছিল। তবে ডলার জাপানি ইয়েনের বিপরীতে ০.৭ শতাংশ পতন হয়ে ১১৫.২১ ইয়েনে লেনদেন হয়েছিল। অন্যদিকে ইউরো ০.১৪ শতাংশ কমে ১.০৫৫৭ ডলারে লেনদেন হয়েছিল। এদিকে ট্রেডারা ট্রেড থেকে বিরত থাকায় মার্কিন ডলারের বিপরীতে মেক্সিকোর পেসোর রেকর্ড পরিমাণ পতন হয়ে ডলার প্রতি ২১.৭৬৮৫ পেসোতে লেনদেন হয়।

বিস্তারিতঃ