ইউরোজোনের অর্থনৈতিক আস্থা ১৩ মাসের সর্বনিম্ন
[IMG]https://si.wsj.net/public/resources/images/BN-JD424_euecon_P_20150629054216.jpg[/IMG]
বুধবার ইউরোপীয় কমিশনের সমীক্ষার ফলাফল দেখিয়েছে যে, মার্চে ইউরোজোনের অর্থনৈতিক আস্থা বিগত ১৩ মাসের সর্বনিম্ন নেমে এসেছে। অর্থনৈতিক আস্থা সূচক ১০৩-এ নেমে এসেছে যা ফেব্রুয়ারিতে ছিল ১০৩.৯। ফেব্রুয়ারি ২০১৫ এর পর থেকে এটি ছিল সর্বনিম্ন। যদিও এর প্রত্যাশিত স্কোর ছিল ১০৩.৮। শিল্প আস্থা সূচকও প্রত্যাশার তুলনায় কম হয়েছে -৪.২ যা আগের মাসে ছিল -৪.১। আর এর পূর্বাভাস ছিল -৪.৩। একই সময়ে, সেবা আস্থা সূচক ১০.৮ থেকে ৯.৬ –এ নেমে এসেছে। ভোক্তা অনুভূতির আস্থা সূচক প্রথমদিকে -৮.৮ থেকে -৯.৭ এ নেমে এসেছে। অন্যদিকে ব্যবসা আস্থা সূচক ফেব্রুয়ারির ০.০৯ থেকে মার্চ মাসে বেড়ে দাঁড়িয়েছে ০.১১। তাই আশা করা যাচ্ছে এটা মার্চ মাসে ০.০৮ প্রায় অপরিবর্তিত থাকবে।
আরো ফরেক্স সংবাদ