ফরেক্স ট্রেড করতে আমরা বিভিন্ন রকম এনালাইসিস করি।ফান্ডামেন্টাল এনালাইসিস করি বিভিন্ন দেশের অর্থনীতির অবস্থা ও নিউজ এর উপর করে থাকি।
টেকনিক্যাল এনালাইসিস করি বিভিন্ন টাইম ফ্রেমে সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করে, ইনডিকেটর ব্যবহার করে। কিন্তু সেন্টিমেন্টাল এনালাইসিস কি ও কিভাবে করতে হয় ? এটা সম্পর্কে জানতে চাই।