ফরেক্স মার্কেট এ তিন ধরনের এনালাইসিস বিদ্যমান যেমন: ১. টেকনিক্যাল এনালাইসিস ২. ফান্ডামেন্টাল এনালাইসিস ৩. সেন্টিমেন্টাল এনালাইসিস। তার মধ্যে প্রথম দুই এনালাইসিস কিছু তত্ব এবং তথ্য নির্ভর আর সর্বশেষ এবং তৃতীয় এটা নিজস্ব অন্তর্গত এনালাইসিস। সেন্টিমেন্টাল এনালাইসিস তৈরী হয় সময়েরর সাথে দীর্ঘ দিন ফরেক্স স্টাডি এবং মার্কেট মুভমেন্ট দেখার সাথে সাথে। অর্থাত অভিজ্ঞতা যত বাড়বে সেন্টিমেন্টাল এনালাইসিস তত শক্ত হবে। এবং আমার মনে হয় সেন্টিমেন্টাল এনালাইসিস হচ্ছে সবচেয়ে গ্রহনযোগ্য এনালাইসিস।