আমি জানি পিভট পয়েন্ট স্ট্রটেজি ফরেক্স এ বহুল ব্যবহৃত একটা সিস্টেম। শুনেছি প্রাইস যদি ডেইলি পিভটকে ব্রেক করে উপরে উঠতে থাকে তবে বাই এন্ট্রি নিতে হবে আর যদি নিচের দিকে নামতে থাকে তবে সেল। কিন্ত ডেইলি পিভট পয়েন্ট কি ভাবে বের করব। কেই জানলে একটু বলবেন।