মেটা ট্রেডার ভার্সন ৪ এবং ৫ দুটিই ট্রেডের ক্ষেত্রে জনপ্রিয়, তবে ট্রেডার অভিরুচি এবং সুবিধ অসুবিধার বিচার বিবেচনায় দুটি ভার্সন এর মধ্যে কিছু পার্থক্য আছে, যেমনঃ



MT4 ট্রেডারে ৯টি টাইম ফ্রেমে চার্ট দেখা যায়, যেখানে MT5 ভার্সনে ২১ টি টাইমফ্রেমে চার্ট দেখা যায়।
ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য MT4 প্ল্যাটফর্মে ক্যালেন্ডার থাকে না, কিন্তু MT5 প্ল্যাটফর্মে ডিফল্ট ক্যালেন্ডার ইন্ট্রিগেট করা আছে।
MT4 প্ল্যাটফর্মে ইন্ডিকেটর ৩০ এর মত, MT5 প্ল্যাটফর্মে আরো বেসি ৩৮+
MT4 প্ল্যাটফর্মে অর্ডার মেইক এর তুলনায় MT5 এ বেশি অর্ডার মেইক করা যায়, যারা অনেক বেশি ট্রেড অর্ডার নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো।
MT4 ট্রেডার এর চেয়ে MT5 ট্রেডারে Strategy Tester আরো উন্নত।
মেটাট্রেডার ৪ ভার্সনে সব ধরনের ট্রেডিং মেথডে ট্রেড করা যায় যেখানে MT5 প্ল্যাটফর্মে অনেক মেথড সাপোর্ট করে না।


আরো কিছু ছোটখাট সুবিধা ,অসুবিধা আছে দুটি ভার্সনের মধ্য তবে, উপরের উল্লেখিত পয়েন্টস গুলো বেশি আলোচিত । :ok: