QuoteOriginally Posted by Mamun13 View Post
এন্টিফ্রড ডিপার্টমেন্ট আমার প্রথম ট্রেডিং একাউন্ট 1558731,phone password- 89ApDP গত ৮ মাস পূর্বে ব্লক করলো,যেখানে বোনাস ছিলো 900$ এবং নীট প্রফিট ছিলো-3,600$৷আমি আমার সকল ওপেনিং ট্রেডগুলো ক্লোজ করার পর ক্লায়েন্ট ক্যাবিনেটের বোনাস স্ট্যাটিক্টিস লিংকে withdrawal for available (with bonus/without bonus) পেইজে পরিষ্কার দেখেছিলাম 3,600$ উইথড্রো করা যাবে৷সেখানে আমি মাত্র 111$ উইথড্রো রিকোয়েষ্ট পাঠাইছিলাম৷ উল্লেখ্য যে পূর্বেই এই একাউন্টে আমি স্ক্রীল থেকে দুইবার ১০ করে ২০ ডলার ডিপোজিটও করেছিলাম এবং একাউন্ট অবশ্যই দুই লেভেল ভেরিফাইডও করা ছিল৷উইথড্রো পাঠানোর পরদিনই এন্টীফ্রড ডিপার্টমেন্ট সেটি ব্লক করলো৷আমার অন্য কোনো ফোরামে একাউন্ট নাই এবং সর্বাত্নক সতর্কতার সাথে ফোরামের সকল নিয়ম নীতি মেনে ট্রেড করেও সেই একাউন্টটি চালু রাখতে পারলাম না৷এরপর আবার ১মাস পরে আরেকটি নতুন ট্রেডিং একাউন্ট-7617075,
phone password- sNZT7B এটাচ করে ট্রেড করলাম এবং প্রফিটও করলাম৷এতে বোনাস ছিল 300$ এবং নীট প্রফিট ছিল 440$,মোট ব্যালেন্স হলো 740$৷এতে 300$ উইথড্রো রিকোয়েষ্ট পাঠাই এবং পরদিন আবারও একাউন্টি ব্লক করে দিলো৷আরোও আশ্চর্য্য হলাম এর পরে এটাচ করা অন্য একটি ট্রেডিং একাউন্ট- 15119929,phone password-Lion111 যা রানিং চলছিল অর্থাৎ বেশ কিছু ট্রেড প্রফিটে রানিং ছিলো,তাতে বোনাস ছিলো 200$ এবং প্রফিট ছিলো 139$৷এই মোট 339$ ব্যালেন্স সহ এই একাউন্টিও আবারও ব্লক করে দিলো৷কিন্তু এই একাউন্টে আমি কোনো উইথড্রো রিকোয়েষ্টই পাঠাই নাই,শুধু ট্রেড করছিলাম-তাহলে এটি কেন ব্লক করে দিলো ??? আপনি বলছেন আপনি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন (??) যদি আপনার কথা সত্যি প্রমাণ করতে পারেন তাহলে আমার এইসব ৩ টি প্রফিটেবল একাউন্ট যাচাই করুন…ফোরামের সকল সদস্যগণ আমার লেখাগুলোর প্রতি আগ্রহের সাথে নজর দিচ্ছেন-সেটা ভালো করেই জানেন৷তাই আমি আপনাদের কে চ্যালেন্জ করছি আমার একাউন্টের ব্লক হওয়ার যথাযথ কারণ উল্লেখ পূর্বক সমাধান দেওয়া আপনাদের কর্তব্য ও দায়িত্ব৷আপনি বড় বড় চাট্টা বাইল মার্কা কথা না বলে কাজে দেখাতে পারবেন ??? বহু চেষ্টা করেও সঠিক কোনো উত্তরই পাই নাই৷এন্টীফ্রড শুধু বলেছে-
“The Company reserves the right to deny crediting the bonus or to cancel bonus and profit made over the bonus without explaining the reason. As a rule, such actions mean violation of the bonus program or trading regulation rules or excluding a trader from the bonus program.In this regard, we would like to inform you that, as the account was deposited using bonus funds only, so it was blocked permanently. In this case blocking means exclusion from "Bonus for posting" campaign.”..
স্বয়ং এন্টীফ্রড ডিপার্টমেন্ট যদি তার পুরোনো ও নিয়মিত ক্লায়েন্টকে একাউন্ট ব্লক হওয়ার কোনো কারণ না জানিয়ে এবং এউকাউন্ট আনব্লক করার কোনো পরামর্শ না দিয়ে এইরকম স্বেচ্ছাচারী, স্বার্থপর জবাব দেয় তাহলে তাদের ক্লায়েন্ট দিন দিন বৃদ্ধি পাবে না কী হ্রাস পাবে ? আপনি মি.শুভ,পারলে আমার এই ৩ টা প্রফিটেবল একাউন্টের ব্লক হওয়ার যথাযথ কারণ উল্লেখ পূর্বক সমাধান দিন...আপনাকেই এখন চ্যালেন্জ করলাম৷আপনি সামাধান করতে পারলে আপনার এখানের বক্তব্য গুলো সত্য ও সঠিক বলে সমাদৃত হবে...নতুবা আপনি ও আপনার ব্রোকার নিজেরাই প্রতারক,ছলনাময়ী, চতুর,স্বাথর্পর এবং স্ক্যামার….বলে বিবেচিত হবেন৷
ইন্সটাফরেক্সের এন্টিফ্রড ডিপার্টমেন্ট ট্রেডিং এবং প্রফিট উত্তোলনের কোন অসৎ উপায় বা অনিয়ম পেয়েছে যার কারণে আপনার অ্যাকাউন্টগুলো ব্লক করেছে। ঠিক কোন অসৎ উপায় বা অনিয়ম কারণে আপনার অ্যাকাউন্টগুলো ব্লক করেছে তা একমাত্র এন্টিফ্রড ডিপার্টমেন্ট বলতে পারবে। এই বিষয়ে অধিক বিবরণ জানার জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে এই ইমেলের antifraud@mail.instaforex.com মেইল করুন।
আপনাকে ধন্যবাদ