আমরা অনেক সময় দেখি অনেকেই স্ক্যাল্পিং করাকে পছন্দ করেন , কিন্তু ঝুকির কথা বলতে চান না । স্ক্যাল্পিং বলতে আমরা ৫ মিনিটের টাইম ফ্রেম কেই বেশি নিরবাচন করে থাকি । অর্থাৎ এই ৫ মিনিটে মার্কেট কোন দিকে যাবে তার উপর নিরভর করে লাভ হবে না লস হবে । স্ক্যাল্পিং এ ঝুঁকি অনেক । যদি ঠিক ঠাক এনালাইসিস না বুঝি লসের সম্ভবনা বেশি । তাই স্ক্যাল্পিং এর চাইতে লং ট্রেডে ঝুঁকি কম ।