ফরেক্সে ট্রেড করা ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে অবশ্যই মানি ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে ট্রেড করা জন্য যেমন একজন ট্রেডারের যতটুকু ট্রেড করা যেতে পারে তার বিনিয়োগের উপর নির্ভর করে সে যদি তার থেকে তবে সে ঝুকিপূর্ণ অবস্থা ফেলে দিতে পারে তার সম্পূর্ণ বিনিয়োগকে। আমার মতে স্বল্প মাত্রায় ট্রেড করা আর খুব সহজ এবং বোধগম্য একটি প্লানের মাধ্যমে ট্রেড করাটাই হচ্ছে একজন সফল ট্রেডারের গুন। যে অকারণে তার বিনিয়োগকে ঝুকিতে ফেলেনা সেই বোঝে মানি ম্যানেজমেন্ট আমার মতে।