QuoteOriginally Posted by siyambd View Post
লোকসান কমানোর জন্য সবচযে়ে ভাল উপায় ট্রডেংি শুরু থকেে আপনার ঝুঁকি ব্যবস্থাপনা নর্ধিারণ করা আপনি যদি মনে করেন আপনার তহবিল থেকে আপনার ক্ষতি হবে তাহলে সব কিছু বুজে শুনে আপনাকে সামনের দিকে এগাতে হবে তাহলে আপনার লোকসান দুর হবে না হলে বিশাল অংকের টাকা লস হতে পারে।
আসল কথা হলো ফরেক্স ট্রেড এ কখনও আপনি লোকসান হতে দুরে থাকতে পারবেন না। আপনি যত বড় ফরেক্স পন্ডিত হন না কেন লস আপনার হবে। কিন্ত লসটা নিতে হবে সহনীয় এবং লসের সাথে লাভও থাকতে হবে। অর্থাত যদি আপনি সঠিক মানিম্যানেজমেন্ট করতে পারেন তাহলে লস নিয়ে চিন্তা করা লাগবে না। তাই সঠিক মানিম্যানেজমেন্ট করতে শিখুন আর প্রথমেই রিস্ক কম নিবেন ১% উপরে প্রাথমিক রিস্ক নিবেন না তাতে যদি প্রথম আপনার ২০টি ট্রেড এও যদি লস হয় তাতেও আপনার সমস্যা হবে না যদি ১০০ডলারের একাউন্ট হয়। আর যদি দেখেন লাগাতার লসই হচ্ছে তাহলে আপনি ডেমো ট্রেড করবেন রিয়েল করার উপযুক্ত আপনি হননি। আপনি যখন ডেমো ট্রেড এ মানিম্যানেজমেন্ট করে ৫টি ট্রেড এ ৩টিতে উইন করবেন তখন রিয়েল ট্রেড করবেন।