যারা দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার কেবল তারাই শর্ট ট্রেড করে থাকেন৷এই শর্ট ট্রেড করার জন্য ছোট ছোট টাইম ফ্রেম দেখতে হয়৷আর লং ট্রেড করে থাকেন নতুন ট্রেডারগণ যারা কোনোও রিস্ক নিয়ে ট্রেড করতে চান না৷তাই তারা বড় বড় টাইমফ্রেম দেখে নিশ্চিন্তে ট্রেড করেন৷বড় টাইমফ্রেমে তেমন কোনো বড় ধরনের রিস্ক থাকেনা তাই লং টাইমফ্রেমে ট্রেড করা তুলনামূলক অনেক নিরাপদ৷