অনেক ফরেক্স ব্রোকার তাদের সাথে অ্যাকাউন্ট সত্যায়িত করা ছাড়া ডলার জমা/উত্তোলন (deposit/withdrawal)করতে দেয় না অথবা বিভিন্ন প্রতিবন্ধকতা আরোপ করে। এটা করতে তারা বাধ্য হয় তাদের রেগুলেটরদের মানি লন্ডারিং নীতিমালা মেনে চলার জন্য। সেক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত দুই ধরনের ডকুমেন্টের স্ক্যান আপনাকে আপলোড করতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে -

আপনার পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান আপনার ছবি ভেরিফিকেশন এর জন্য।
বিদ্যুৎ / গ্যাস / পানির বিল অথবা ইন্টারনেট/মোবাইল বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট এর স্ক্যান আপনার ঠিকানা ভেরিফিকেশন এর জন্য।
এটা আন্তর্জাতিক নিয়ম। তবে সব বিভিন্ন দেশের রেগুলেশন আলাদা আলাদা। আর তাই কিছু ফরেক্স ব্রোকার ভেরিফিকেশন করতে বলে না।