ট্রেডারের মাঝে ৯০ জন ফরেক্স ট্রেডারই সিঙ্গেল ট্রেডার, ফলে মার্কেট মূল্যায়ন বা পরামর্শ গ্রহনে কারো কোন প্রকার সাহায্য পাওয়ার সুযোগ থাকেনা যা ট্রেডারদের জন্যে সঠিক সিদ্ধান্তে উপনিত হওয়ার ক্ষেত্রে অনেক বড় সমস্যা হিষেবে পরিলক্ষিত হয়, এবং এসব কারনে নতুন ফরেক্স ট্রেডারগনই খুব-বেশি ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন, তাই নবাগত ফরেক্স ট্রেডারদের প্রতি প্রত্যাশা থাকেবে ফরেক্স ট্রেডিং মার্কেটে প্রবেশের পূর্বে এবং পরে নিম্মোক্ত বিষয়গুলো মাথায় রেখে অগ্রসর হতে হবে |

০১)Trading concept না নিয়ে Forex মার্কেটে প্রবেশ করা যাবে না |

০২)পুঁজি ও প্রত্যাশা দুটির মাঝে সামাঞ্জস্য থাকা প্রয়োজন |

০৩)লোন নিয়ে ট্রেড করা যাবে না, এক্ষেত্রে দেওলীয়া হওয়ার সম্ভাবনা আছে |

০৪)হুজুকে কান না দিয়ে বিবেক খরচ করা৤

০৫)পাক্ষিক বা মাসিক টার্গেট নিয়ে বসে না থেকে প্রতিটি profit amount পৃথক রাখা |

০৬)প্রতিনিয়তই নিজেকে তথ্যে আপডেট রাখা, এবং বাজার বিশ্লেষন করা |

০৭)অন্য ট্রেডারদের পরামর্শ গ্রহন করা |

০৮)প্রতিটি ট্রেড start করার পূর্বে profit / loss-এর হিসাব মিলেয়ে নেওয়া |

০৯)সামগ্রীক ভাবে মার্কেট মূল্যায়ন করা |

১০)হাত ও ইমোশন কে নিয়ন্ত্রন রাখতে Trading terminal থেকে নন্যূতম দুই থেকে তিন হাত দূরে বসা |