বছরে আটবার , সাধারনত সবসময়ই বুধবার, গুণে গুণে ঠিক বাংলাদেশ সময় রাত ১২ টায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেড (FED) তার গুরুত্বপূর্ণ পদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসার পর একটি বিবৃতি দেয়। সেই বিবৃতির প্যাটার্ন কি, তাও আবার আগে থেকেই ঠিক করা। এই বৈঠকই Federal Open Market Committee Meeting বা সংক্ষেপে FOMC মীটিং নামে পরিচিত। ফেড হয় এক বিশেষ ধরনের সুদের হার বাড়াবে , কমাবে অথবা আগের মতই রাখবে। এই বিশেষ ধরনের সুদের হারের নাম হচ্ছে Overnight Borrowing Rate. মানে, একদিনের জন্য কোন ব্যাংক অপর ব্যাংকের কাছ থেকে তার জন্য যে সুদ দিতে হবে।