নেটেলার বাংলাদেশে শুধুমাত্র এখন পাসপোর্ট দিয়েই অ্যাকাউন্ট ভেরিফাই করে। আপনার মেশিন রিডেবল পাসপোর্ট থাকলে ভেরিফাই করতে আর কিছু লাগবে না। বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডে expiry date না থাকায় তারা তা গ্রহন করে না। তবে অনেকেই ন্যাশনাল আইডি কার্ড এবং হাতে লেখা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে সক্ষম হয়েছেন। কখনও কখনও তারা এই ডকুমেন্টস গুলো দিয়ে ভেরিফাই করে, কখনও কখনও করে না। তাই আপনার মেশিন রিডেবল পাসপোর্ট না থাকলে, কিন্তু নেটেলার অ্যাকাউন্ট খুব জরুরী হলে এই ডকুমেন্টগুলো জমা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।