একজন নতুন ট্রেডার সর্বপ্রথম ফরেক্স মার্কেটে আসে কোন কিছু না জেনেই অর্থ্যাৎ সে তখন সম্পূর্ণরুপে থাকে ফরেক্স সম্পর্কে বেশিরভাগে ক্ষেত্রেই অজ্ঞ ! তাই ট্রেডিং কৈশল শিখার প্রয়োজন হয় যেখানে একজন শিক্ষকের ভূমিকা পালন করে একটা ডেমো ট্রেডিং একাউন্ট । কেননা একজন ট্রেডার কখনো ভাল ট্রেডিং করতে পারবেনা যদিনা সে যথার্থভাবে ট্রেডিং এর প্রতি যথেস্ট মনোযোগ প্রদান করে । তাই বেশি করে ডেমো ট্রেডিং করে ফরেক্স বিষয়টাকে আয়ত্তে আনতে হবে ।