আমরা এই ফোরামে অনেক পোস্ট দেখি যে লোভ নিয়ে । আর এটাও আমরা সবাই অবহিত আছি লোভের কারণে লসের পাল্লাটা এখানে শুধুই ভারি হবে । কিন্ত ঠিক কিভাবে লোভকে পরিত্যাগ কিংবা নিয়ন্ত্রন করব তা কোথাও আমি দেখলাম না । আসলে লোভ হল আমাদের একটা বদগুণ । কোন মানুষের পক্ষেই এই লোভকে সম্পূর্ণরুপে পরিহার করা সম্ভব হয় না । তাই আমি মনে করি লোভকে নিয়ন্ত্রন করা শিখতে পারলে তবেই লোভ থেকে আস্তে আস্তে দুরে সরে আসা যাবে । তবে লোভর স্থানটা দিতে হবে ধৈর্য্যকে । কারণ ধৈর্য্যর ফল হল মধুর চাইতেও মিষ্টি বেশি ।