আপনারা জানেন যে প্রায় অধিকাংশ মানুুষ ই ফরামে পোস্ট করে বোনাস পাবার জন্য এবং তার লক্ষ থাকে বোনাস পাওয়া ক্যাপিটাল দ্বারা ট্রেড কোরে কিছুু উপার্জন করার। কিন্তু অনেকেই ট্রেডিং এ সফল হোতে পারেন না ফলে তার পরিশ্রম হয় বিফল। আমরা আরো জানি যে এই বোনাস আমরা সরা সরি তুলতে পারবো না কিন্তু ট্রেড কোরে যা লাভ হবে সেটি আমরা সবাই জানি। কিন্তু এমন কেউ আছেন যে আমাকে সঠিক করে জানাতে পারবেন যকি একটি ফরামের ব্যলেন্স অন্য একি ফরামে দেয়া যায় কিনা!! এটা হোলে কিন্তু অনেক উপকার হয়। অবশ্যই জানাবেন।