ফরেক্স এর বিশব্বিদ্যালয় কথাটি এখানে যথোপযুক্ত। এর কারন গুলো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে আশা করি।

আমরা আজ এমন কিছু বিষই নিয়ে আলোচনা করব যা আমাদের ট্রেডিং এর সময় ভালোভাবে মাথাই রাখা উচিত।:accute:
প্রত্যেক ট্রেডারের কাছে নিজস্ব কিছু মতামত বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট এভাবে মুভ করছে । আমি আপনি কিংবা পিপস মেকার মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নাই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরী করতে সাহায্য করে সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয় । তাই আপনি একা যদি কোন ট্রেড সম্পর্কে কিছুই অনুভব করে থাকেননা কেন মার্কেট সেই দিকে যাবে আপনি কখনোই মার্কেটকে আপনার পক্ষে মুভ করাতে পারবেননা এমনকি আপনার যদি দৃড় বিশ্বাস থাকে যে ডলারের দাম বাড়বে, কিন্তু সবাই যদি বিয়ারিশ (সেল) মুডে থাকে সেখানে আপনি কিছুই করতে পারবেননা । এটা আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে মার্কেট সেন্টিমেন্ট বুঝবেন এবং আপনি আপনার ট্রেডিং স্ট্রাটেজিতে মার্কেট সেন্টিমেন্টকে যুক্ত করবেন কিনা ।আপনি যদি মার্কেট সেন্টিমেন্টকে উপেক্ষা করতে চান করতে পারেন কিন্তু তা আপনার জন্য শুধু লসই বয়ে আনবে । ফরেক্স এর প্রধানত দুই ধরনের এ্যানালাইসিস ও ফান্ডামেন্টাল এ্যানালাইসিস এবং টেকনিকাল আর একটি সাথে থাকে সেটি হল সেন্টিমেন্টাল।

সবাই যে ভুল গুলো করে সেগুলো আপনি ও শুরুতে করবেন এটাই সাভাবিক তবে ভুল করুন কিন্তু ভুল গুলো কেন করলেন কিভাবে করলে এই ভুল আর হবে না সেগুলো বের করুন দেখবেন আপনি কোন লেভেল এ চলে জাবেন
ফান্ডামেন্টাল এ্যানালাইসিস সাধারনত করা হয় কারেন্সির ইকোনোমিকাল ডাটার উপর ভিত্তি করে আর টেকনিক্যাল এ্যানালাইসিসগুলো করা হয়ে থাকে কারেন্সির চার্ট প্যাটার্ন দেখে এই দুই ধরনের এ্যানালাইসিসের উপর ভিত্তি করে ট্রেডাররা নিজেদের মতামতের উপর নির্ভর করে যে সিদ্বান্তে উপনীত হয় তাকেই বলা হয় ট্রেডারের সেন্টিমেন্টাল এ্যানালাইসিস । ট্রেডারের সিক্স সেন্স টেকনিক্যাল এ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল এ্যানালাইসিস জনপ্রিয় সকল ট্রেডারের কাছে তবে সব কিছুই নির্ভর করে আপনার উপর । সেন্টিমেন্টার এ্যানালাইসিস কোনো নিয়ম তোয়াক্কা করেনা । টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এ্যানালাইসিসের যে সকল রুলস আছে সেগুলো তোয়াক্কা না করে নিজের আবেগ ও নিজস্ব মতামতকে প্রাধান্য দিয়ে কোনো প্রকার এ্যানালাইসিস করাকেই সেন্টিমেন্টাল এ্যানালাইসিস বলে যার জন্য নিশ্চিতভাবে লস হয়ে থাকে । আরেকভাবে বলা যায় একজন ট্রেডার যখন ট্রেড করে তখন তার মানুষিক আবেগ থেকে মাঝে মাঝে সে প্রভাবিত হয় এক সেন্টিমেন্টাল এ্যানালাইসিস বলে ।একজন ট্রেডার মৌলিক ও গানিতিক ধারায় যতই বিশ্লেষন করুক না কেন প্রতিটি ট্রেড দেওয়ার সময় তার ব্যাক্তিগত কিছু অনুভুতি কাজ করে যে দৃড় বিশ্বাস থেকে জয়ের প্রত্যাশা নিয়ে ট্রেডার ট্রেড করে তাকে সেন্টিমেন্টাল এ্যানালাইসিস বলা হয় । আমি বিভিন্নভাবে সেন্টিমেন্টাল এ্যানালাইসিস সম্পর্কে আলোচনা ও বুঝানোর চেষ্টা করলাম আশাকরি আপনাদের বুঝতে সহজ হবে । তাই মনে রাখবেন ফরেক্স যেমন লাভাজনক ব্যাবসা তেমন ঝুকিপূর্ন আপনার আবেগের কারনে একটা ভুল সিদ্বান্তের কারনে আপনি অনেক বড় ক্ষতিগ্রস্ত হতে পারেন । তাই সেন্টিমেন্ট না হয়ে মার্কেটের টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এ্যানালাইসিস এর রুলস মেন ঠান্ডা মাথায় ট্রেড করুন । তাতেই আপনার মঙ্গল হবে ।

আবার ও আপনাদের মঙ্গল কামনা করছি...। আর ভই না করে কোনো প্রশ্ন থাকলে করেন,আমি নিবেদিত আপনাদের জন্য।:dance: