আমি বিশ্বাস করি ফরেক্স থেকে সব সময় লাভ করা যায়।ফরেক্স মার্কেট যত বিশালই হোক না কেন ভয় পাবার কিছু নেই।যেমন একজন অভিজ্ঞ ড্রাইভার যেকোন রাস্তায় সাবলিল। তেমনি একজন দক্ষ ট্রেডার যেকোন ফরেক্স মার্কেটের পরিস্থিতিতে স্বাভাবিক মুনাফা করে থাকে।আমার ট্রেডের অভিজ্ঞতা থেকে বলতে পারি প্রথমে কম লাভ হবে পরে ধীরে ধীরে বাড়তে থাকবে। যখন আপনি নিচের গুণগুলি অর্জন করবেন।ফরেক্স একটি ব্যবসা । ফরেক্স শিখতে হলে কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী দরকার ঃ-
(ক) যে কোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা।
(খ) অতিরিক্ত লোভ থেকে বিরত থাকা।
(গ) নিয়ম মেনে চলা।
(ঘ) এনালাইসিস এবং যুক্তি দিয়ে ট্রেড করা
(ঙ) লিভারেজ যথাসম্ভব কমিয়ে ট্রেড করা।১:২৫ হলে ভাল হয়।
(চ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।
(ছ) অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(জ) লং টাইম ট্রেড করা।