ফরেক্স ব্যাবসায় কিছুদিন আগে আমি যখন প্রথম রিয়াল ট্রেড করলাম তখন প্রথমে কিছুটা লাভ হলেও পরবর্তীতে লসের সম্মুখীন হলাম।আর এই লস যখন রিকোভারি হচ্ছিল না তখন ধৈর্য্য হারিয়ে লস রিকোভারি করার জন্য আরো দুটি ট্রেড ওপেন করলাম।তখন লস কিছুটা রিকোভারি হলেও পরবর্তীতে এক নিউজ রিলিজ হলে মার্কেট আবার আমার বিপরীতে মুভমেন্ট করে এবং আমার স্বল্প ব্যালেন্সের একাউন্টটা জিরো হয়ে যায়।এখান থেকে আমার তিনটি অভিজ্ঞতা হলো প্রথমত বিপদে ধৈর্য্যধারন করা দ্বিতীয়ত ভালোকরে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা এবং একসাথে একাধিক ট্রেড করা থেকে বিরত থাকা।আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলে খুশি হবো।ধন্যবাদ