যখণ কোন ট্রেডের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস এক হয়ে যায়, তখন ক্যান্ডেলস্টিক যে গাঠনিক রূপ ধারন করে তাকে জাপানী ভাষায় ডজি ক্যান্ডেলস্টিক বলে। সংক্ষেপে ডজি বলা হয়। যখন ট্রেডিং মার্কেটে বায়ার এবং সেলার এর মদ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়, তখনই এই ডজি ক্যান্ডেলস্টিক গঠিত হয় এবং মার্কেটের ভিন্ন ভিন্ন পরিস্তিতির কারনে অনেকত রুপে গঠিত হয়।