QuoteOriginally Posted by nbfx View Post
ফরেক্সে নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়।সব নিউজ সমানভাবে ফরেক্স মার্কেটে প্রভাব ফেলে না।Forexfactory.com এ হাই ইমপেক্ট নিউজগুলো লাল রংয়ের থাকে। forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে।ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।কিছু হাই ইমপেক্ট নিউজের মুভমেন্ট দেয়া হলো
Reports Tradable Trigger Movement Range

Interest rate 0.25% 70-150 pips
GDP q/q 0.30% 70-100 pips
Non-Farmpayroll(USA) 70K 70 pips
Core CPI m/m 0.20% 50-70 pips
Core Retail sales m/m 0.50% 50-70 pips

এখন আপনি ভেবে দেখুন ট্রেডিং এর জন্য নিউজ কতটা গুরুত্বপূর্ণ।
নিউজ ট্রেড এর সহজ সূত্র হল –
Actual > Forecast = Good for currency
Actual < Forecast = Bad for currency
আর আপনি ইন্সটাফরেক্সের ওয়েবসাইট থেকে নিউজ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলো দেখতে পারবেন।
ফরেক্সের নিউজ গুলো পেতে ইন্সটাফরেক্সের নিউজ এই ফরেক্স ক্যালেন্ডার অনুসরণ করুন
https://www.instaforex.com/bd/forex_calendar.php
ধন্যবাদ