স্ক্যপ্লিং একটি জনপ্রিয় ট্রেডিং কৌশল বিশেষ করে নতুনদের কাছে। কিন্তু স্ক্যপ্লিং এর কৌশল না জানার কারনে বেশিরভাগ নতুন ট্রেডাররা লস করে। আমি ফরেক্স মার্কেটে দীর্ঘ ৬ বছর যাবত আছি। অনেক লস এবং একাউন্ট জিরো করে আজ আমি লস ছাড়া ট্রেড করতে পারছি। আমার ইতিহাস থেকে বলছি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে না জানলে আপনি স্ক্যাপ্লিং করতে পারবেন না। স্ক্যপ্লিং হলো টুয়ান্টি টুয়ান্টি ক্রিকেট খেলার মতো। আমি আপনাদের স্ক্যপ্লিং করার কৌশল বলে দিচ্ছি প্রথমে ডেমোতে চর্চা করে তারপর রিয়েল একাউন্টে ট্রেড করুন । হাতিয়ার হিসেবে মুভিং এভারেজ(ই এম এ ৫০/১৪) ক্রসিং ব্যবহার করুন। সাথে নিয়ে নিন আর এস আই ইন্ডিকেটর। এখন ট্রেড করার পালা । বেস্ট ট্রেডিং সেশন হলো দুপুর ২টা-৩টা। এবং সন্ধ্যা ৬টা-রাত ১১টা। টাইমফ্রেম ব্যবহার ৪ঘন্টা চার্ট এবং ৫মিনিট চার্ট। যেভাবে ট্রেড ওপেন করবেন।৪ঘন্টার চার্টে যখন মুভিং এভারেজ ১৪ মুভিং এভারেজ ৫০ কে ক্রসিং করবে ঠিক তখনই ঐ পেয়ারটি স্ক্যপ্লিং করার জন্য উপযুক্ত হবে। এবার ৫ মিনিট চার্টে ফিরে আসুন যদি ৪ঘন্টার চার্টে বাই মুডে ক্রস করে থাকে তবে অপেক্ষা করুন কখন ৫মিনিট চার্ট মুভিং এভারেজ ১৪ মুভিং এভারেজ ৫০ কে ক্রস করে। তাহলেই বাই ট্রেড ওপেন করবেন। ট্রেড ক্লোজ করা- যখন ট্রেড লাইন মুভিং এভারেজ থেকে ১০-২৫ পিপসের একটা দুরত্ব তৈরী হবে। সর্তকতা-৫মিনিটের চার্টে আবার যখন মুভিং এভারেজ ১৪ মুভিং এভারেজ ৫০ কে ক্রস করে নিচে নামবে তখন কোন ট্রেড ওপেন করবেন না। অপেক্ষা করতে হবে, কখন আবার মুভিং এভারেজ ১৪ বাইমুডে ক্রস করে।মানি মেনেজম্যান্ট অবশ্যই মেনে চলবেন।