ইকোনোমিক ক্যালেন্ডার হল বিভিন্ন ঘটনা নির্ণয়ে মার্কেট মুভিং এর সম্ভব্য প্রতিফলন বা ফলাফল তথ্য । এই ক্যালেন্ডারে সময় অনুযায়ী নির্দিষ্ট কোন ইভেন্টের ইফেক্ট কি হয় এবং হতে পারে তার একটি রিপোর্ট প্রদান করে। যা দেখে ট্রেডাররা বুঝতে পারে যে পরবর্তী মার্কেট ট্রেন্ড কি হতে পারে এবং সে অনুযায়ী তারা মার্কেটে প্রবেশ করে। এই ক্যালেন্ডারে সময় সময়ের বিশ্বব্যাপী ভিবিন্ন ইভেন্টের ফোরকাস্ট করা হয়।

ইকোনমিক ক্যালেন্ডার তৈরি করেন অভিজ্ঞ ইকোনমিস্টসরা, পূর্ববর্তী মাসের ডাটা নিয়ে ফিউচার মার্কেট মুভমেন্ট এর একটি ফোরকাস্ট প্রদান করা হয় এই ডাটায়।