(পিপস):

ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে পিপ বলে। পিপস হচ্ছে পিপ এর বহুবচন, যেমনঃ Market has changed 200 pips today. অর্থাৎ, মার্কেট আজকে ২০০ পিপস পরিবর্তিত হয়েছে। অনেকে পিপস কে পয়েন্ট ও বলে। তবে আন্তর্জাতিকভাবে পিপস ই বহুল প্রচলিত।

EUR/USDবের করার নিয়মঃ বেশি-কম = ১.৪৩৭৫ - ১.৪৩৬৯ = ০.০০০৬
অর্থাৎ, মার্কেট ৬ পিপস পরিবর্তিত হয়েছে

(পিপেটিস):

কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৫২ এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি। সুতরাং প্রাইস যদি ১.৪২৫৫২ থেকে ১.৪২৬৫৭ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৫ পিপেটিস বেড়েছে অথবা ১০৫ পিপেটিস পরিবর্তন হয়েছে।

ফরেক্স েট্রড করতে গেলে এই বিষয় গুলো জানা খুব গুরুত্বপূর্ণ

আমি নতুন তবে যা জেনেছি তা আপনাদের জানালাম