###সুনির্দিষ্ট ট্রেডিং প্লান অপরিহার্য-
আমরা যদি আমাদের জীবনের কোনো কাজে সফল হওয়ার জন্য চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদেরকে একটি সুনির্দিষ্ট প্লান তৈরী করে সেই প্লান অনুযায়ী নিয়মিত সময়,শ্রম,মেধা,অর্থ,কষ্ট,চিন্তা-ফিকির করতে হবে৷ফরেক্স মার্কেটেও একজন "নিয়মিত পেশাদার ও সফল ট্রেডার হতে চাইলে অবশ্যই আমাদের একটি সুনর্দিষ্ট ট্রেডিং প্লান তৈরী করতে হবে"৷যেমন-আমাদের একটি ট্রেডিং রুটিন বা প্লান বা জার্নাল সাজাতে হবে৷আমরা যখন ট্রেড করতে বসি তখন যেন কোনো প্রকার লোভ-লালসা-অধৈর্য্য-অস্হিরতা...ইত্যাদি আবেগের বশে ট্রেড না করতে পারি,তাই একটি সুনির্দিষ্ট ট্রেডিং প্লান প্রয়োজন৷আমরা যেন একটা সুনির্দিষ্ট নিয়ম-নীতি মেনে ট্রেড করতে পারি,স্নায়ুবিক দূর্বলতা পাশ কাটিয়ে যেন আত্নবিশ্বাসের সাথে ট্রেড করতে পারি৷নিজেদেরকে সঠিকভাবে,দক্ষতার সাথে এগিয়ে নিয়ে আমাদেরকে পেশাদার ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি৷এজন্যই একটা সুনির্দিষ্ট ট্রেডিং জার্নাল তৈরী করতে হবে যেখানে কমপক্ষে ১০০টি ট্রেডের একটা পরিষ্কার তথ্য তালিকা থাকবে৷প্রত্যেক ট্রেডের তারিখ,সময়,পেয়ার,এন্ট্রী প্রাইস,টিপি/এস.এল-কত পিপস,রিস্ক-রিওর্য়াড রেশিও-%,টাইমফ্রেম,লং ট্রেড/শর্ট ট্রেড,প্রফিট/লস,মার্কেট-বুলিশ/বিয়ারিশ...ইত্যাদি তথ্য লিখে রেখে একটা স্হায়ী ট্রেডিং ডকুমেন্টস বা ট্রেডিং জার্নাল তৈরী করা জরুরী প্রয়োজন৷এই ১০০টি ট্রেডের মধ্যে কতগুলি ট্রেড লাভের দিকে আর কতগুলি লসের দিকে আছে তার গড় হিসাব এবং এনালাইসিস করতে হবে৷আর এই জার্নাল দেখে আস্তে আস্তে টোটাল ট্রেডিং কৌশল মডিফাই করে প্রফিটের গড় অনুপাতকে আরো উন্নত,আরো সঠিক,আরো কার্যকরী করতে হবে৷বিশ্বের সকল অভিজ্ঞ-প্রফেশনাল ট্রেডারগণ এই ধরনের ট্রেডিং প্লান অনুসরণ করছেন৷আমরা কেন পিছিয়ে থাকবো ? (চলবে)