Expert Advisor বা EA হল স্বয়ংক্রিয় ট্রেডিং পদ্ধতি যা আপনার প্ল্যাটফর্মে একটা প্রোগ্রাম ইন্সটল করা যা ট্রেডারের নির্দিষ্ট কিছু নির্দেশ পালন করবে। আপনি Expert Advisor অন করলে তা আপনার প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী ট্রেড ওপেন ক্লোজ করবে। কিভাবে প্ল্যাটফর্মে Expert Advisor বা EA সেট করবেন-
প্রথমে আপনি যে Expert Advisor টি সেট করবেন তা Copy করুন।
তারপর আপনার প্ল্যাটফর্মটি ওপেন করে মেন্যুবার থেকে File -এ ক্লিক করে Open Data Folder এ ক্লিক করুণ।
এরপর MQL4 ডাইরেক্টরি থেকে Experts ফোল্ডারটি ওপেন করুন এবং পূর্বে কপিকৃত Expert Advisor টি এখানে Past করুন। আপনার Expert Advisor টি ইন্সটল হয়ে গেছে এবং প্লাটফর্মটি বন্ধ করে পুনরায় সচল করুন ।
এরপর Expert Advisor টি আপনার ট্রেডিং এর Enable করতে আপনার প্ল্যাটফর্মটি ওপেন করুন এবং বামদিকে Navigator উইন্ডোতে Expert Advisors সেকশনে দেখুন। Plus চিনহটিতে ক্লিক করুন আর দেখবেন যে সবগুলো সেখানে লিস্ট করা আছে। সেখান থেকে আপনার উক্ত Expert Advisor টি ডাবল ক্লিক করুন অথবা Drag করে Chart উইন্ডোতে ছেড়ে দিন। তারপর পপ-আপ উইন্ডো থেকে আপনার নিজের মত সেটিং করে OK বাটনে ক্লিক করুন। এরপর আপনার চার্টের উপরের ডানদিকে একটা  smiley ইমোটিকন দেখতে পাবেন।
এর মানে আপনার Expert Advisor টি Enable হয়েছে