বাংলাদেশে বিটকয়েন বৈধ না অবৈধ এইরকম বেশ কিছু প্রশ্ন অনলাইনে অনেক জায়গায় ঘোরাঘুরি করছে। অনেকেই বলেন এটা বৈধ না আবার অনেকে দ্বিমত পোষণও করছেন।
তবে আমার জানামতে এটা এখন পর্যন্ত বাংলাদেশে বৈধ নয়। এটা বৈধ হওয়া এখন সময়ের দাবি। সেফটি ফান্ড হিসেবে সবাই কম বেশি ১০০-১০০০ ডলার ব্লক চেইনে রাখতে পারেন। একবার চিন্তা করুন তো- যখন বিটকয়েন ২৫০ ডলার ছিল তখন যদি ১ টা কয়েন কিনে রাখতেন আর ১৯০০০ এর সময় যদি সেল করে বের হয়ে যেতে পারতেন তবে আপনার অবস্থা কি হত ভাবা যায়?