ফরেক্স মার্কেটে কোন কারেন্সী দামকে প্রাইস কোট বলা হয়। এই প্রাইস কোট এর মধ্যে একটি বিড প্রাইস এবং অন্যটি আস্ক প্রাইস। মূলত বিড প্রাইস হচ্ছে ব্রোকারের যে প্রাইসে কোট কারেন্সির ক্রয় করে এবং যে প্রাইসে সেটা ট্রেডারের কাছে বিক্রি করে সেটা আস্ক প্রাইস বলে। মাঝে যে ব্যবধান হয় সেটা হল স্প্রেড বা ব্রোকারের কমিশন। [IMG]http://forex.com.bd/learningpath/wp-content/uploads/2016/10/base-quote-currency-1.png[/IMG]
সাধারনত একটি কারেন্সীর বিপরীতে অন্য আর একটি কারেন্সী ক্রয়-বিক্রয় বা বাই-সেল করতে হয়। আগের কারেন্সিকে বলা হয় বেস কারেন্সি এবং স্লাশ / এর পরের কারেন্সিকে বলা হয় কোট কারেন্সি। ​ যেমন ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন। এই মার্কেটে আমেরিকান ডলার (United States Dollar) এর সংকেত হল USD এবং ইউরো (Euro) এর সংকেত হল EUR, যেমন EUR/USD এর মানে হল ১ ইউরো দিয়ে আপনি কি পরিমান ডলার পাবেন, এটিকে কারেন্সি পেয়ার বা জোড়া বলা হয়। এরকম অসংখ্য পেয়ার আছে যেগুলোতে ট্রেড করা হয়। মুলত ​ দশমিকের পরের ৪ সংখ্যা থেকে দামের উঠানাম হয়ে থাকে, যার উপর ভিত্তি করে বাই-সেল করলে লাভ বা লস হয়।