ফরেক্স দুনিয়াতে অসংখ্য প্যাটার্ন রয়েছে। কেননা বিভিন্ন সময়ে মাকেটে ট্রেন্ড ও বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে এসকল প্যাটার্নগুলো তৈরী হয় ব্যবহার করা হয়ে থাকে। যদিও সবগুলো ইন্ডকেটরের পরিচিতি দেওয়া সম্ভব নয় তাই নিচে কিছু ফরেক্স দুনিয়া বহুল প্রচলিত প্যাটার্নগুলো ও তাদের ব্যবহার চিত্রসহকারে প্রদান করা হল। পর্ব-০৪

[IMG]https://fxn.instaforex.com/i/img/indicators/meeting_lines_graph.jpg[/IMG] মিটিং লাইনস: যখন বিপরীত রঙের ক্যান্ডেলস্টিকগুলো একই ক্লোজিং প্রাইস তৈরি করে তখন মিটিং লাইনস প্যাটার্ন তৈরি হয়।

[IMG]https://fxn.instaforex.com/i/img/indicators/upside_two_crows_graph.jpg[/IMG] আপসাইড গ্যাপ টু ক্রোস: আপসাইড গ্যাপ টু ক্রোস রিভার্সাল প্যাটার্ন শুধু ঊর্ধ্বমুখী প্রবণতার সময় চার্টে আবির্ভূত হয়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দ্বিতীয় ছোট ব্লাক ক্যান্ডেল (তৃতীয় দিন) এবং প্রথম ক্যান্ডেলস্টিক বডির মধ্যে গ্যাপ থাকে। আপনার কল্পনা শক্তি প্রখর হলে আপনি এই ক্যান্ডেলস্টিকগুলোর মধ্যে দুইটি ক্রো (কাক) দেখতে পাবেন। এ কারণেই এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এরূপ নামকরণ করা হয়েছে। এই প্যাটার্ন বিয়ারিশ বৈশিষ্ট্যের হয়ে থাকে।

[IMG]https://fxn.instaforex.com/i/img/indicators/dark_cloud_cover_graph.jpg[/IMG] ডার্ক ক্লাউড কভার: ডার্ক ক্লাউড কভার একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন এবং এটা ঊর্ধ্বমুখী প্রবণতার পর তৈরি হয়। এই প্যাটার্ন দুইটি ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে তৈরি। প্রথম ট্রেডিং ডে সাদা ক্যান্ডেল দ্বারা প্রদর্শিত হয়, যা ঊর্ধ্বমুখী প্রবণতাকে নির্দেশ করে। দ্বিতীয় ট্রেডিং ডে সাদা ক্যান্ডেলের সর্বোচ্চ প্রাইসের উপরে থেকে ওপেন হয়। এরপর মূল্য হ্রাস পায় এবং সাদা ক্যান্ডেলের প্রধান অংশের মাঝামাঝি থেকে নিচের দিকে ক্লোজ হয়।

[IMG]https://fxn.instaforex.com/i/img/indicators/piercing_line_graph.jpg[/IMG] পায়ার্সিং লাইন (কিরিকমি): বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন ডার্ক ক্লাউডের বিপরীত হলো পায়ার্সিং লাইন প্যাটার্ন। মার্কেটে যখন নিম্নমুখী প্রবণতা বিরাজমান থাকে তখন বুলিশ রিভার্সাল প্যাটার্ন পায়ার্সিং লাইন আবির্ভূত হয়। এটা দুইটি ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে তৈরি প্যাটার্ন। প্রথম ক্যান্ডেলস্টিক কালো রঙের এবং এটা নিম্নমুখী প্রবণতার নির্দেশক। দ্বিতীয়টি দীর্ঘ এবং সাদা রঙের। এটা নতুন লো এর উপরে ওপেন হয় এবং প্রথম ক্যান্ডেলস্টিকের মাঝামাঝি অবস্থান থেকে উপরে ক্লোজ হয়।