বড় লটে কখনোই ট্রেড করবেন না-আমরা ফরেক্স মার্কেটে নতুন এসেই মনে করি এখান থেকে প্রচুর profit করতে পারব৷এজন্য কিছুই না জেনে কিছুই না শিখে কিছুই না বুঝে বড় বড় লটে ট্রেড করা শুরু করে দেই৷আর মাঝে মধ্যে হয়ত কয়েকটি ভূল এন্ট্রীতে প্রচুর profit চলেও আসে যা আমাদের জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়৷এই হঠাৎ কিছু প্রফিটের লোভে পড়েই আমরা আরো বড় বড় লটে ট্রেড করা শুরু করে দেই এবং ফরেক্স ট্রেড কে খুব সহজ মনে করতে থাকি৷অথচ অল্প সময় পরেই প্রচুর লস-আর লস আসতে থাকে৷একসময় পুরো ব্যালেন্সটাই শূন্য হয়ে যায়৷এর মূল কারণ হচ্ছে বড় বড় লটে ট্রেড করা৷তাই আপনি দক্ষ/অদক্ষ,নতুন/পুরাতন ট্রেডার... আর যাই হোন না কেন কখোনোই বড় বড় লটে ট্রেড করবেন না৷