ফরেক্স রিলেটেড একটি ওয়েবসাইটের জন্য প্রচুর বাংলা কনটেন্ট প্রয়োজন। এজন্য ৫ জন ব্যাক্তিকে নিয়োগ দেয়া হবে যারা ফরেক্সের বিভিন্ন ওয়েবসাইটের ইংলিশ কন্টেন্টগুলোকে নিজের ভাষায় বাংলায় অনুবাদ করবেন।

***** কি ধরনের কনটেন্ট এবং কাজ?

১.*একটি ওয়েবসাইটের স্কুল সেকশনের সকল আর্টিকেল (৪৫০+ টি) বাংলায় অনুবাদ করতে হবে।

২. একটি ওয়েবসাইটের ডিকশনারি সেকশনের সকল শব্দ (১৩,০০০+ টি টার্ম এবং প্রত্যেকটা এক একটা আর্টিকেল) অনুবাদ।

৩. প্রতিদিন ফরেক্স রিলেটেড বিভিন্ন নিউজের অনুবাদ করতে হবে।

৪. ফরেক্স রিলেটেড নিয়মিত বাংলা ব্লগ লিখতে হবে।

৫. ফোরাম মেম্বার্সদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হবে।

৬. নতুন ওয়েবসাইটটি সম্পর্কে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ফোরামে মার্কেটিং করতে হবে।

৭. এছাড়া সময় এবং চাহিদা অনুসারে ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হবে।

***** কি কি যোগ্যতা থাকতে হবে?

১. ফরেক্স সম্পর্কে বেসিক আইডিয়া এবং ট্রেডিং (রিয়েল অথবা ডেমো) এর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. ইংলিশ এবং বাংলা ভাষায় খুব ভাল দখল এবং কথা সুন্দরভাবে গুছিয়ে লেখার ক্ষমতা থাকতে হবে।

৩. নিয়মিত প্রতিদিন কমপক্ষে*৮ থেকে ১০ ঘণ্টা কাজ করার মত সময় থাকতে হবে।

***** সতর্কতাঃ

কোন অবস্থাতেই কপি-পেস্ট কিংবা কোন রকম সফটওয়্যার ব্যবহার করা যাবে না; লেখাগুলো মৌলিক হতে হবে।

ইংলিশ কনটেন্টগুলো পড়ে এবং বুঝে নিজের মতো করে বাংলায় লিখতে হবে; শাব্দিক অনুবাদ গ্রহন করা হবে না।

নতুন ওয়েবসাইটের*প্ল্যান, কনটেন্ট এবং মার্কেটিং স্ট্র্যাটেজি কোন অবস্থাতেই অন্য কারও সাথে শেয়ার করা যাবে না।

***** বেতন এবং বোনাসঃ

১. প্রথম ৬ মাস বেতন হবে সর্বনিম্ন ১২,০০০ টাকা এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা প্রতি মাসে। তবে কাজের কোয়ালিটি এবং পরিমানের উপর নির্ভর করে বেতনের পরিমাণ এর চেয়েও কম কিংবা বেশি হতে পারে।

২. প্রতিদিন গড়ে কমপক্ষে ৬০০ থেকে ৮০০ শব্দের ৬ টি করে আর্টিকেল লিখতে হবে বা অনুবাদ করতে হবে। তবে এর পরিমাণ আর্টিকেলের টপিক এবং ধরণ অনুযায়ী কম কিংবা বেশি হতে পারে।

৩. প্রতিমাসে যে সবচেয়ে ভাল এবং বেশি কাজ করবে তাকে বেতনের বাইরে এক্সট্রা ৩,০০০ টাকা বোনাস দেয়া হবে এবং ৬ মাস পরে বেতন পুনর্বিবেচনা করার সময় এটা খেয়াল রাখা হবে।

***** যোগাযোগঃ

আগ্রহীগণ দয়া করে haidar4fx@gmail.com এই ই-মেইল এড্রেসে আপানার CV সহ নিচের তিনটি প্রশ্নের জবাব লিখে পাঠাবেন এবং সাবজেক্ট লিখবেন Forex Content.

১. আপনি নিজেকে কেন এ কাজের জন্য যোগ্য বলে মনে করছেন?

২. আপনি আমাদের সাথে আর কি ধরণের কাজ করতে পারবেন বলে মনে করছেন?

৩. ওয়েবসাইটটিকে সুন্দর এবং গুছিয়ে উপস্থাপন করার জন্য নতুন কিছু শিখতে রাজি আছেন কিনা?

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।