সূর্যের রহস্য ভেদের আশায় প্রথমবারের মতো সূর্য দিকে যাত্রা শুরু করেছে ‘‘পার্কার সোলার প্রোব” নামে একটি স্যাটেলাইট। প্রায় সাত বছর ধরে সূর্য থেকে ৬১ লক্ষ মাইল ওপরে থাকবে ছোট্ট আকারের এই স্যাটেলাইটটি, যাকে সূর্যের বহিরাবরণ 'করোনা’ বলা হয়। যদিও করোনা অঞ্চলের তাপমাত্রা ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস (২৭ মিলিয়ন ফারেনহাইট) পর্যন্ত হতে পারে।বলা হচ্ছে, এই করোনা অঞ্চলের যানটি তার ভেতর দিয়ে উড়ে যাবে যেখানে তাপমাত্রা ১৩৭০ ডিগ্রি সেলসিয়াস আর এই তাপ সহ্য করার ক্ষমতা রয়েছে প্রোবের। এই তাপ থেকে বাচতে সাড়ে চার ইঞ্চি পুরু কার্বন শিল্ড মোড়ানো রয়েছে পার্কার প্রোবের শরীর। পার্কার সোলার প্রোব স্যাটেলাইট এর মুল্য ১.৫ বিলিয়ন মার্কিন ডলার যা সূর্যকে ঘণ্টায় ৬৯০,০০০ কিলোমিটার গতিতে ২৪ বার প্রদক্ষিণ করে গবেষণা চালাবে ও তথ্য সংগ্রহ করবে। নিঃসন্দেহে পার্কার সোলার প্রোব স্যাটেলাইটটি ইতিহাসের অত্যন্ত বড় একটি পদক্ষেপ হয়ে থাকবে।