বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের দেশের সকল বাংক পেমেন্ট সিস্টেমকে ডেলে সাজিয়ে আধুনিক করছে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশে এন্ড টু এন্ড ফুল ফিচারড পে গেইট ওয়ে নেই। তবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক এর সাথে ব্যাংক গুলো ধীরে ধীরে যুক্ত হচ্ছে ফলে আগের চেয়ে এখন একটু বেশিমাত্রায় আন্তঃ ব্যাংক ফান্ড ট্র্যান্সফার সম্ভব হচ্ছে। যেমন আই-পে এর বাস্তব উদাহরন। জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্র্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স নিয়ে আই পে বাংলাদেশে প্রথম ই-ওয়ালেটের সেবা চালু করেছে। যার মাধ্যমে দেশের ভেতরে সকল ব্যাংকগুলোতে ফান্ড ট্রান্সফার করা যাবে এবং অনলাইনে লেনদেন করা যাবে।