[IMG]http://dmoitry.com/wp-content/uploads/2017/02/16809443_10154047529297924_1198763564_n.jpg[/IMG]
২০২১ সালের মধ্যে দেশে ৫ লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। যা ২০২৭ সাল নাগাদ নিয়ে যাওয়া হবে ১০ লাখে। সেই সাথে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এমন সব লক্ষ্যকে সামনে রেখে মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন করেছে সরকার। ফলে আগামী বছরই বাংলাদেশ থেকে উচ্চ সিসির মোটরসাইকেল রপ্তানি শুরু হবে। এজন্য প্রস্তুতি শুরু করেছে দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান রানার। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ১৬৫ থেকে ৫০০ সিসি পর্যন্ত মোটর সাইকেলের কাঁচামাল আমদানির অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটিকে। রানারের আশা, এর মাধ্যমে মোটর সাইকেলের আন্তর্জাতিক বাজারের গুরুত্বপূর্ন অংশ দখল করতে পারবে তারা