[IMG]http://www.bangla.24livenewspaper.com/images/science-technology/technology/artificial-intelligence-is-the-biggest-threat-to-mankind.png[/IMG]
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) গত বৃহস্পতিবার মাস্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে টেসলাকে বেসরকারি (প্রাইভেট) কোম্পানিতে রূপান্তরের পরিকল্পনা প্রসঙ্গে আগস্টে কয়েক দফা ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ টুইট করেছিল। ফলে তার টুইটগুলোর কারনে ‘শেয়ারবাজারে বেশ বিভ্রান্তি ছড়িয়েছে এবং বিনিয়োগকারীদের ক্ষতি করেছে। মাস্কের ওই টুইটের ফলে টেসলার শেয়ারদর প্রায় ৯ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। অবশ্য এর পর থেকে ধীরে ধীরে তা কমে আসে। এই কারনে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শীর্ষ পর্যায়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেয়ার কথা বলছিল সংস্থাটি। এসইসি এর অভিযোগের পরিপ্রেক্ষিতে টেসলার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন ইলোন মাস্ক। এছাড়া জরিমানা গুনতে হচ্ছে ২ কোটি ডলার। এসইসির সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী ৪৫ দিনের মধ্যে মাস্ককে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে হবে এবং পরবর্তী তিন বছর ওই পদের যোগ্য বিবেচিত হবেন না।