[IMG]http://www.voicebanglabd.com/wp-content/uploads/2018/07/17-16.jpg[/IMG]
সুইজারল্যান্ডভিত তিক একটি কোম্পানি এবিবি গ্রুপ চীনে একটি রোবট কারখানা নির্মাণ করতে যাচ্ছে, যেখানে রোবটের সহায়তা নিয়েই তৈরি হবে রোবট। রোবট নির্মাতা কোম্পানিটি দেড় কোটি ডলার ব্যয়ে কারখানাটি নির্মাণ করা করবে চীনের সাংহাইয়ে। এবিবির চায়না রোবোটিকস ক্যাম্পাসের কাছেই কারখানাটি নির্মাণ করা হবে। ২০২০ সালের শেষের দিক থেকে কারখানাটিতে কার্যক্রম শুরু হবে। এখানে নির্মিত রোবটগুলো মূলত চীনের জন্য তৈরি হলেও তা এশিয়ার অন্যান্য দেশেও রফতানি করা হবে বলে জানিয়েছে এবিবি। যুক্তরাষ্ট্রের পর চীন কোম্পানিটির দ্বিতীয় বৃহত্তম বাজার।