[IMG]https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1/uploads/media/2017/06/13/904046c0a81a1af1902c89a7a0855ca8-593f647e066ee.jpg?jadewits_media_id=872196[/IMG]
বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজার ভারত। দেশটির অনেক মানুষের হাতে এখনো স্মার্টফোন পৌঁছেনি। এ কারণে দেশটিতে স্মার্টফোনের চাহিদা বাড়ছেই। দেশটির স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য দখল রেখেছে চীনা ব্র্যান্ডগুলো। ২০১৭-১৮ অর্থবছরে চীনের চার শীর্ষ ব্র্যান্ডের স্মার্টফোন কেনার পেছনে ভারতীয়রা ৫০ হাজার কোটি রুপির বেশি ব্যয় করেছে, যা ২০১৬-১৭ অর্থবছরের ব্যয়ের প্রায় দ্বিগুণ। আগামী অর্থবছরগুলোতে ভারতের স্মার্টফোন বাজারে এসব চীনা ব্র্যান্ডের আধিপত্য থাকবে।