চুক্তি হিসেবে টিপিপির পথ চলা খুব কঠিন হয়ে পড়ে ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই যুক্তরাষ্ট্রকে এখান থেকে সরিয়ে নিলে টিপিপি টিকে থাকবে না বলে শঙ্কা তৈরি হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের পরিত্যাগ করা আঞ্চলিক বাণিজ্য চুক্তি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বুধবার তার সর্বশেষ বাধাটুকুও অতিক্রম করেছে। এদিন ষষ্ঠ দেশ হিসেবে টিপিপির অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। প্রয়োজনীয় সংখ্যক সদস্য দেশের অনুমোদন পাওয়ার ফলে চলতি বছরের ডিসেম্বর থেকেই চুক্তিটি কার্যকর হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল বাণিজ্যনীতির জবাব দিতে টিপিপিকে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতে এখানে দেশটির ঘনিষ্ঠ কিছু মিত্রও রয়েছে।