কয়েক দিন পরই ইরানের তেল রফতানির ওপর পুনরায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। গত মে মাসে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছে, ইসলামিক প্রজাতন্ত্রের দেশটি থেকে তেল ক্রয় শূন্যে নামিয়ে নিয়ে আসার সময় ঘনিয়ে আসছে। কিন্তু ইরানের তেলের শীর্ষ পাঁচ ক্রেতার মধ্যে ভারত, চীন ও তুরস্ক ওয়াশিংটনের এ আহ্বানে এখন পর্যন্ত সাড়া দেয়নি। এ অবস্থায় কিছু দেশকে ইরান থেকে তেল ক্রয়ে সীমিত ছাড় দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।